শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার মিম ফিলিং ষ্টেশনের সামনে ট্রাক চাপায় এক মসলা ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার (১৮ মে) রাত সাড়ে দশ টার দিকে মশিয়ালী গ্রামের আনসার মোল্লার পুত্র ফারুক মোল্লা (৪৫)ইষ্টার্নগেট থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে মিম ফিলিং ষ্টেশনের সামনে যশোরগামী একটি ট্রাক তাকে ভ্যান গাড়িতে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় ভ্যানচালক সামান্য আহত হলেও ফারুক রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে খানজাহান আলী থানা ডিউটি অফিসার্স এসআই লুৎফুল হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ফারুকের আত্মীয় মামলা করতে অনিচ্ছুক এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করার পরিপ্রেক্ষিতে আত্মীয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।