এম.এস আরমান,নোয়াখালী।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা উপসর্গনিয়ে হাসপাতালে জায়গা নাপেয়ে শাঁষকষ্টে মৃত্যু বরণ করেছেন আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তি।
গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের চরপার্বতী ১ নং ওয়ার্ডের হাশেম মিয়ার পুরাতন বাড়ির আব্দুর রহিম করোনা উপসর্গ নিয়ে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ সেন্ট্রাল হাসপালে ভর্তি হন, অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পেরন করাহয় আব্দুল রহিমকে,করোনা টেষ্টের সার্টিপিকেট না থাকায় ভর্তি করতে অসম্মতি জানায় ঢাকার একাধিক হাসপাতাল,হাসপাতালে ভর্তি হতে নাপেরে শাঁষকষ্ট নিয়ে হাসাপাতালের বাহিরে মারাযান আব্দুর রহিম।
পরিবার সূত্রে জানাযায় ধান কেটে প্রচন্ড গরমে ঠান্ডা পানি পান করার পর থেকে ঠান্ডা লেগেযায় আব্দুর রহিমের, দীর্ঘ ১৫/২০ দিন যাবৎ জ্বর,সর্দী,কাঁশি সহ শাঁষকষ্টে ভূগলেও গোপন রেখেছিলেন বিষয়টি,অবস্থা আশংকাজনক মনেহলে তাকে নিয়ে যায় জেলা শহর মাইজদীতে,সেখানে ডাক্তারের পরামর্শে করোনা টেষ্টের নমুনাও দিয়েছিলেন আব্দুর রহিম।
উল্লেখ্য নোয়াখালীতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৬৪ ও মৃতের সংখ্যা ২৬ জন, তার মধ্যে সদরে-২১৬, সুবর্ণচরে-২৮, হাতিয়ায়-০৬, বেগমগঞ্জে-৪৩৯,সোনাইমুড়ীতে-৫৫,চাটখিলে-৭১,সেনবাগে-৬৬,কোম্পানীগঞ্জে -০৮ ও
কবিরহাটে- ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এবং বেগমগঞ্জে-১৫, সোনাইমুড়িতে-০২, সেনবাগে-০৪, সূবর্ণচরে- ০১, সদরে- ০৩ ও চাটখিলে-০১জন মৃত্যু বরণ করেছেন।