ইসমাই হোসেন,ভোলা সদর : ভোলার সার্কুলার রোডে বির্তকিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারি হিন্দুত্ববাদি সংগঠন ইসকনের ৭দিন ব্যাপি সমাবেশ বন্ধে এবং বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভোলার সর্বস্তরের তৌহিদী জনতা।
বুধবার (২১ আগস্ট) বিকেলে ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মাও: মিজানুর রহমান, মাও: তাজ উদ্দিন ফারুকি, মাও: আতাউর রহমান মোমতাজী, মাও: তরিকুল ইসলাম, মাও: গোলাম মোর্শেদ, মুফতি আবদুল মমিন, মাওঃ নুরে আলম, মাও: ইব্রাহিম খলিলসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তরা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সাম্প্রীতির দেশ। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান সহ অন্যান্য ধর্মীয় লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করে যা পৃথিবীর অন্যান্য দেশে বিরল। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে নির্মমভাবে মুসলিম নিধন চলছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নিধন চলছে, চীনে উইঘুর মুসলিমদের উপর বিশ্বের সবচেয়ে ভয়াবহ নির্যাতন চলছে। কিন্তু বাংলাদেশে সংখালঘু সম্প্রদায় অনেক শান্তিতে আছে।
এই শান্তি বিনষ্ট করতে ইহুদি ও হিন্দু উগ্রপন্থিদের যৌথ পরিকল্পনায় সৃষ্ট সংগঠন ইসকন শান্তি বিনষ্ট করতে পায়তারা করছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে চায়। যার প্রমান কয়েকদিন আগে চট্টগ্রামে মুসলমান শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি দেয় ইসকন। এসময় কোমলমতি মুসলমান শিশুদের খাওয়ার পূর্বে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। এছাড়াও বেশ কয়েকটি দেশ বিরোধী কার্যক্রমে ইসকনের সম্পৃক্ততা আছে। এই উগ্রবাদি সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। তাই অবিলম্বে এই উগ্র সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
এসময় বক্তরা আরো বলেন, দ্বীপজেলা ভোলা শান্তির এলাকা। এখানে বহিরাগত কেউ শান্তি বিনষ্ট করতে এলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। এসময় তারা ভোলা সার্কুলার রোডে অনুষ্ঠিতব্য ইসকনের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন বক্তরা।
বৃহস্পতিবার (২২আগষ্ট) বেলা ১১টায় ভোলা সদর রোডে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।