আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোড়ন সৃষ্টিকারী অন্যতম সাংবাদিক জনাব মিজানুর রহমান ঝিলু (৪২)। তিনি দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার, স্থানীয় পত্রিকা দৈনিক সভ্যতার আলো ও বিক্রমপুরের খবর এ কর্মরত।
তিনি আমাদের রিপোর্টারকে জানান, তার বড় ভাই জনাব মোহাম্মদ রেজাউল করীম তুহিন প্রাণঘাতী নভেল করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সংস্পর্শে গিয়েছিলেন। যার ফলে তিনি আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে তিনি সাংবাদিক সহ সকলের দোয়া কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন :