ওলামা কন্ঠ ডেস্ক:
বঙ্গবন্ধুকে কটুক্তি করায় তারেক জিয়ার বিরুদ্বে মামলার বাদী সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের সহ সম্পাদক কিশোরগঞ্জ জেলার কটিয়াটি উপজেলা, ভুনা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বাদল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে গত ১৫/৫/২০২০ ইং তারিখে বেলা ১২.৩০ ঘটিকার সময় স্থানীয় পরগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার দিদার হোসেন লিটন (৪৮) এর নেতৃত্বে সন্ত্রাসী রাকিবুল ইসলাম পাপ্পু (২৮) পিতা- হুমায়ন কবির,মাসুদ (২২) পিতা-দিদার, সোহেল (৩২) পিতা- রংগু মিয়া, সহ আঞ্জাত ১০/১২ জন সন্ত্রাসী লোক বাদলের উপর রড, সাবল, রামদা, হকি ই্ষ্টিক, দেশীয় অস্র নিয়ে হামলা চালায়।
তারা বাদলকে জখম করে ও হাত ভেঙ্গে ফেলে। এবং এলোপাথারি কোপাইতে থাকে। সমানে তার স্ত্রী রুনা আগাইয়া আসিলে তাকে মাথায় আঘাত করে এবং তার বাড়ী ঘর কোপাইয়া ক্ষতিসাধন করে স্থানীয় লোক জন আগাইয়া আসিলে সন্ত্রাসী গন চলিয়া যায়। হুমকী দিয়ে বলে, বাদলকে একা পাইলে জীবনে মেরে ফেলবে।
আহত বাদল ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহন করে নাই। উক্ত বিষয়ে যোগাযোগ করা হলে জানা যায় প্রভাবশালী ব্যাক্তি নব্য আওয়ামীলীগ সেজে বিএপি’র ইশারায় সন্ত্রাসী হামলা করেছে। আওয়ামীলীগের পক্ষে রাষ্ট্রীয় কয়েকটি মামলায় বাদী হয়েও বাদলের উপর সন্ত্রসী হামলার পর থানায় মামলা না নেওয়া রহস্য জনক।
জানা যায় কিছুদিন পূর্বে বাদলের নামে কোন ঘটনা না ঘটলেও তদন্ত ছাড়াই একটি মামলা হয়। করোনা মহামরীতে জামিনযোগ্য অপরাধের দায়েরকৃত মামলায় বাদলকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়ীতে যায়। মামলা না নেওয়ার বিষয় ও অন্যান্য বিষয় বাদল ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়েছে।
আশা করা যাচ্ছে অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। এদিকে সন্ত্রাসীরা অবাদে ঘুরে বেড়াচ্ছে ও আঞ্জাত লোক দিয়ে রাষ্ট্রীয় মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।