শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষা বৃত্তি প্রদান

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাওলাদার আবদুর রাজ্জাকের নামে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট এ বৃত্তি দেয়।

গতকাল সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ১০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মো. ফরহাদুজ্জামান, কার্যকরী সদস্য মুনীর মোরশেদ, কল্যাণ ট্রাস্টের সভাপতি রায়হান জামিল দীপু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুনির হোসেন মোড়ল, আলমগীর শিকদার, প্রধান শিক্ষক মো. হোসেন খসরু,

প্রাক্তন ছাত্র ও শিক্ষক জামাল হোসেন, প্রাক্তন ছাত্রী মমতাজ শেফালী প্রমুখ। কল্যাণ ট্রাস্ট সূত্র জানায়, ট্রাস্টের ১০ লাখ টাকার তহবিলের লভ্যাংশের ৬০ শতাংশ দিয়ে ২০১৭ সাল থেকে উক্ত বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট।

নিউজটি শেয়ার করুন :