মোস্তাফিজুর রহমান,স্টাফ রির্পোটার : চট্রগ্রাম আগ্রাবাদ সরকারী বহূতলা কলোনী এলাকার বর্তমান এসোসিয়েশনের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সাথে গাছকাটার ব্যাপারে জানতে চাইলে তিনি আজ ২৪শে আগষ্ট শনিবার বলেন অত্র এলাকার গাছের ডালপালা কেটে বিদ্যুৎ এর হাই ভোল্টেস সুরক্ষিতা করা হয়েছে। এবং দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার স্টাফ রির্পোটার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পুড়া গাছ কাটার বিষয়টি ঘুরে তদন্ত করে দেখে কোন গাছ কাটার আলামত নেই।
মোশাররফ হোসেন বলেন
বিভিন্ন ধরনের ফল গাছসহ অনেক ধরনের দামী গাছ গুলা রয়েছে সেই গাছের ডালপালা গুলা বিদ্যুৎ এর তারের সাথে লাগালো ছিল,সেই ডালপালা কেটে পরিবেশ সুরক্ষিত করেছি, যাতে কোন ধরনের বিদ্যুৎ এর দুর্ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, সরকারি এই সম্পদ কেনো আমরা কেটে ফেলব।
এসব পরিবেশকে সুরক্ষিত ও সুন্দর ভাবে রাখার জন্য ডেলিকর্মচারীকে ডেকে গাছের ডালপালা কাটিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা রাখাটা আমাদের নিজেদের নৈতিক দাতৃীত্ব এবং ডেলিকর্মচারীদেরকে আমাদের নিজেদের পকেট থেকে টাকা দিয়ে গাছের আর্জন্ সরিয়ে দিয়ে পরিবেশ সুরক্ষিত করেছি বলে মনে করছেন মোশাররফ হোসেন।
তিনি আরও বলেন আমাদের এই বহুতলা কলোনীতে কিছু কুচক্র ও ভাইরাল ব্যক্তি রয়েছে, তারা এই কলোনীর সুন্দর্য দেখতে চায় না, এদের কাজ হল ভাল কাজে বাধা সৃষ্টি করা। এই কুচক্র মহলকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে।