শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়েবেটিক হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় নেছার উদ্দিন (৫৬), ওমর ফারুক (৫৪) ডা. উপেন্দ্রনাথ পাল (৭৫) ও জালাল উদ্দিন (৭২) নামের চার করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট ১৮ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নেছার উদ্দিন, ১১টায় ওমর ফারুক, সাড়ে ১১টায় ডা. উপেন্দ্রনাথ পাল ও বুধবার সকাল ৬ টায় জালাল উদ্দিন করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান।
নেছার উদ্দিন মহানগরীর দৌলতপুরের মৃত আব্দুর রহমানের ছেলে, ওমর ফারুক সদর থানার দিলখোলা রোডের মৃত শেখ হাজী আফসার উদ্দিনের ছেলে, ডা. উপেন্দ্রনাথ পাল বাগেরহাট ফকিরহাট এলাকার ও জালাল উদ্দিন নগরীর শেখ পাড়া এলাকার বাসিন্দা।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তারা সকলেই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিল এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।