শিরোনাম

মুন্সীগঞ্জে ২৪ ঘন্টায় ২৪ জন করোনায় আক্রান্ত 

আ স ম আবু তালব, ঢাকা  বিশেষ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নতুন করে মারা যাননি কেউ। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। গত বুধবার বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাব থেকে পাঠানো রিপোর্টে বলা হয়, ২১ ও ২২ জুন আসা ২৪৩টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফলাফল এসেছে ২৪ জনের, যা পরীক্ষা করা নমুনার ৯ দশমিক ৮৭ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, কিছুদিন আগে জেলায় সংগৃহীত নমুনার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশের ওপরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে কয়েক দিন ধরে শনাক্তের হার কম হচ্ছে। আজ করোনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৯ দশমিক ৮৭ শতাংশের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ২৪ জন। মৃতও কেউ নেই। এটি একটি ভালো দিক। তবে ফলাফল সন্তোষজনক হলেও জেলায় করোনা পরিস্থিতি উন্নতির দিকে, তা এখনই বলা যাবে না।

নিউজটি শেয়ার করুন :