মোঃ হাসান করোনা, বাউফল প্রতিনিধিঃ
ভাইরাসের কারনে বন্ধ হয়ে রয়ছে দেশ ও বিদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুলো। শিক্ষার্থীরাও ফিরছে স্বদেশে। তবে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চালু রাখছেন অনলাইনের মাধ্যমে।
এদিকে গতকাল (৪ জুলাই ২০ ইং) শনিবার আল আজহার বিশ্ব বিদ্যালয় মিশরের রাজধানী কায়রো থকা শাহজালাল বিমানবন্দর চলে আসে। অবশেষে বিকাল থাকে ইস্টিমার যোগে ( ৫ জুলাই ২০ ইং) আজ সকালে কালাইয়া নিজ বাড়িতে অবতরণ করেন।
হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ আজহারি বলেন আমি করোনার কারনে আমার নিজ দেশে আসছি। তিনি করোনার পরিস্থিতি শান্ত হলে আবার বিদ্যা আহরনের জন্য আল আজহারে রওনা করবে। ক্লাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে অনলাইনে ক্লাস করতেছি।
নিউজটি শেয়ার করুন :