আলাউদ্দীন জিহাদ, সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনী শহর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ একটি রেস্টুরেন্ট এ ফেনী জেলা বেসরকারী মাদ্রাসা এসোসিয়ান এর উদ্যোগে আজ (৬ জুলাই ২০২০) সোমবার ৭ দফা দাবী নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল করীম বলেন, চলমান আবদ্ধ পরিস্থিতিতে আজ বেসরকারী মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকার নানা খাতে প্রণোদনার ব্যবস্থা করলেও দ্বীন ও ধর্মের শিক্ষাদানকারী মাদ্রাসাগুলো সহযোগিতা বঞ্চিত হচ্ছে। সভাপতি করোনা পরিস্থিতির ধস ঠেকাতে সরকারের প্রতি ৭ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ মুহুর্তো পর্যন্ত মাদ্রাসা সমূহের বাসা ভাড়া বাতিল করা, শিক্ষকদের মাসিক ভাতার ব্যবস্থা করা, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের বিকল্প পেশার ব্যবস্থা করা, দ্রুত প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া, বিনামূল্যে হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা, প্রাইভেট মাদ্রাসা উন্নয়নে সরকারী বরাদ্ধ দেয়া ও মহামারী থেকে রক্ষা পেতে হেফজ বিভাগ চালু করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা।