এম লুৎফর রহমান ঝালকাঠি প্রতিনিধি: আইডিয়াল সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে আজ সোমবার (৭ জুলাই’২০) সকাল ১০ টায় ঝালকাঠি পৌর ভবনের হল রুম শেখ মুজিব কর্ণারে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ও পার্সোনাল ইকুইপমেন্ট বিতরণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার সম্মানিত মেয়র পৌর পিতা জনাব লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং পৌরসভার কমিশনারগণ।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে পৌর মেয়র বলেন গত ১৬ ই মার্চ থেকে বাংলাদেশে করনার আবির্ভাব ঘটে সেই শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং লকডাউন চলাকালীন সময়ে দেশের মানুষের খাদ্যাভাব খাদ্য সঙ্কট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
আমার মনে হয় আল্লাহ তায়ালা মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন দেশের কল্যাণের জন্য না হয় তাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এরপরেও আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করেছেন।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সম্মানিত ইমাম ও ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক আলহাজ্ব মাওলানা মোঃ মোক্তার আহমদ সিকদার। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জনাব হাফিজুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর তরুণ কর্মকার এবং ঝালকাঠি থানার একজন অফিসার একজন ডাক্তার সহ আইডিয়াল সোশ্যাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন এর সম্মানিত নির্বাহী পরিচালক।
উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার প্রকল্প পরিচালক এবং যে সকল কর্মীগণ করণা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের গোসল জানাজা দাফন কাফন সম্পন্ন করবেন সেসকল কর্মীগণ অনুষ্ঠানের শেষে কর্মীদের মাঝে পিপিই বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।