পীর সাহেব চরমোনাইর সাথে ছিলেন স্ব- পরিবার, প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, পীর সাহেবের জামাতা, মুহাম্মদ সেলিম মাহমুদ, মাও. নেছার উদ্দিন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থানরত আছেন, আগামীকাল ২৭ তারিখে চরমোনাইতে আসবেন।
মো: আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরলেন। তিনি (২. ৮ আগস্ট ১৯ইং) স্ব- পরিবারে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।
আজ (২৬. ৮ আগস্ট ১৯ইং) সোমবার রাত দুইটায় কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁর সাথে চরমোনাইর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও পীর সাহেব চরমোনাইর জামাতা, মুহাম্মদ সেলিম মাহমুদ, মাও. নেছার উদ্দিন।
এছাড়াও আল কারীম ট্যুরস এন্ড ট্রাভেলস ও ডিলাইট ইন্টারন্যাশনাল- এর সমস্ত হাজী সাহেবগণ ছিলেন।
তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।