নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী কাওমী মাদ্রাসার হেফজখানা সমূহ খুলে দেওয়ার অনুমোতি দিলেন।
আজ ৭ জুলাই ২০২০) বুধবার ৫ মিনিট পূর্বে মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী টেলিফোনে শায়েখ ড. মুশতাক আহমদকে জানিয়েছেন।
তবে স্বাস্থবিধি মেনে (রক্ষিত) রাখার শর্তে হেফজ বিভাগ খুলতে বলা হয়েছে।
ড. মুশতাক আহমদ বলেন, গত ২/৭/২০ তারিখে আমি ও মুফতী মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহয়া মাহমূদ এবং মাওলানা মজিবুর রহমান মাননীয় স্বরাস্ট্র মন্ত্রীর মাধ্যমে পি এম বরাবর এই আবেদন পেশ করেছিলাম।
পরে ড. মুশতাক আহমদ মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন :