শিরোনাম

মুন্সীগঞ্জে করোনা রোধে মতবিনিময় সভা 

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলামের  সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন।

সেনাবাহিনীর প্রতিনিধি অধিনায়ক ১৯ বীর, সার্ভিস এরিয়া-১ সহ সংশ্লিস্ট  কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের  সাথে মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন  মাননীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-৩) এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মাননীয় সংসদ সদস্য(মুন্সীগঞ্জ-২) বেগম সাগুফতা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।সভা শেষে তিনি মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কোভিড ইউনিট পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ২ সেট অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন :