শিরোনাম

এমপি নদভী লোহাগড়ায় আইসোলেশন সেন্টার অক্সিজেন লাইন শুভ উদ্বোধন করলেন

জাহাঙ্গীর আলম তালুকদার, চট্রগ্রাম দক্ষিণ জেলাঃ

২৩ জুলাই সকাল ১০টায় করোনা রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করনের জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রাম আইসোলেশন সেন্টার অক্সিজেন লাইন সেন্টারের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন।

উক্ত ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদ,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জনাব জাকের হোসাইন মাহমুদ

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ ইব্রাহিম কবির,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি আরজু,পদুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জহির উদ্দিন, চরম্বা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান সহ প্রমুখ।

চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,মহামারি করোনাকে সামাল দেওয়ার জন্য উন্নত দেশগুলোর ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ সত্ত্বেও সেখানে লাখো মানুষের মৃত্যু ঘটেছে। আল্লাহ পাকের অপার কৃপায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম।এই আইসোলেশন সেন্টারের মাধ্যমে লোহাগাড়া উপজেলার করোনা রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। গুরুতর করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে রাখার কারণে তাদের পরিবার ও এলাকা কম ঝুঁকিতে থাকবে।

নিউজটি শেয়ার করুন :