শিরোনাম

বাউফলে অতিরিক্ত পানি থাকার কারনে মৌসুমি   ধান রোপণে বাধা

বাউফল প্রতিনিধিঃ 

বাউফল উপজেলায় আবাদি জমিতে অতিরিক্ত পানি থাকার কারনে ধান রোপণ নিয়ে হিমসিম খেতে হচ্ছে কৃষকদের। আগামী ১৫ দিনের মধ্যে পানি না কমলে ধান চাষে ব্যর্থ হবে কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন অতিরিক্ত পানি থাকার কারনে এবার ধানের বীজও তেমন করতে পারে নাই, কারো কারো দ্বিতীয়বার বুনতে হচ্ছে। তা ছা ড়া অতিরিক্ত পানি থাকার করনে ধান রোপণেও বাধা।

কৃষি অফিস সূত্রে জানা যায় বাউফলে ৩৬ হাজার ২শত হেক্টর জমিতে ধান চাষের পরিমান নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত পানি থাকার কারন হিসেবে ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত মাত্রায় বৃষ্টি বর্ষন।

নিউজটি শেয়ার করুন :