শিরোনাম

নলছিটিতে বিডিক্লিন’র পরিচ্ছন্নতামূলক আলোচনা সভা

এম. আমিনুল ইসলাম, ঝালকাঠী জেলা বিশেষ  শেষশেশ প্রতিনিধিঃ “তারুণ্যের অঙ্গিকার পরিচ্ছন্ন নলছিটি উপজেলা গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ (১৪ আগষ্ট ২০ইং) বিকেল ০৪:৩০ মিনিটে নলছিটি উপজেলা’র নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে পরিচ্ছন্ন মানষিকতার একঝাক তরুনদের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা মূলক আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত উপ সমন্বয়ক লজিস্টিক মোঃ জায়েদ ইরফান, বিডি ক্লিন ঝালকাঠি জেলা টিমের সহ-সমন্বয়ক মোঃ মিজানুর রহমান মিজান উপ-সমন্বয়ক (লজিস্টিক) মোঃ মাহিদুল ইসলাম উপ-সমন্বয়ক(আইটি এন্ড মিডিয়া) মোঃ সাব্বির হোসেন রানা সহ জেলা উপজেলা টিমের আগ্রহী সদস্যরা।

এসময় বক্তারা নবাগত সদস্যদের মাঝে বিডি ক্লিন সম্পর্কে বিস্তারিত জানান এবং কিভাবে পরিচ্ছন্ন নলছিটি উপজেলা গড়ে তোলা যায় সে বিষয়ে গ্রুত্বপূর্ন আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন :