এম লুৎফর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
মানুষে মানুষকে মারে দেখেছি এবং শুনেছি। তবে আপন জনে এমন ভাবে মারতে পারে আমার জানা ও বুঝার ছিল না। ছেলেটির নাম মোঃ সাইদুল জমাদ্দার (৩৪), পিং মৃতঃ মতিন জমাদ্দার। গ্রামঃ দঃ পিপলিতা, ডাকঃ বাসন্ডা, থানা ও জেলাঃ ঝালকাঠি। অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটছিল।
কিন্তু এলাকার ভূমিদস্যুদের জন্য ছেলেটি প্রতিবছর নানা অজুহাতে নাজেহাল হচ্ছিল। গত (১৪ আগস্ট’২০২০) দিবাগত রাতে রানা হাওলাদারসহ কিছু সন্ত্রাসী বেদম প্রহার করে সাইদুলকে, পথচারী মসিউর রহমান খানসহ অনেকে অনুরোধ করলেও অপরাধীরা কর্ণপাত করেনি।
অত্যাচারীরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে আঘাত করতে থাকে। এই অত্যাচারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার না করলে। এরা পরবর্তীতে কন্টাক্টে খুন যখমে লিপ্ত হবে।
তাই আইন প্রয়োগকারী সংস্থা এবং সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ পূর্বক নিরীহ লোকদের শান্তি ফিরিয়ে দিন।