শিরোনাম

লৌহজংয়ে ২ দিন ব‍্যাপী ফাইল প্রশিক্ষণ কর্মশালা

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

আজ ১৭ আগস্ট সোমবার লৌহজং উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন কক্ষে এ উপ‌জেলা পর্যা‌য়ে কর্মকর্তা ও কর্মচারী‌দের ০২ (‌দুই) দিন ব‌্যাপী ই-ফাইল (ন‌থি) প্রশিক্ষণ কর্মশালার শুভসূচনা ক‌রেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ রাসেদুজ্জান ও লৌহজং, মুন্সীগঞ্জ সহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব তৌ‌ফিক-‌বিন-বারী, সহকারী প্রোগ্রামার, তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি অ‌ধিদপ্তর, উপ‌জেলা কার্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ।

এসময় প্রশিক্ষণাথীদের মা‌ঝে ই-ফাইল (ন‌থি) ব‌্যবহার সহা‌য়িকা (প্রশিক্ষণ ম‌্যানুয়াল) প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন :