শিরোনাম

খুলনার তেরখাদায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনার তেরখাদা উপজেলার ইছামতি নদীর চর এলাকা থেকে ঈমান মোল্যা (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উদ্ধার করা হয়। নিহত ঈমান মোল্যা রূপসা উপজেলার বামনডাঙ্গা এলাকার মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (চলতি) এস আই স্বপন কুমার বলেন, গত সোমবার বাড়ী থেকে বের হয়ে ঈমান আলী মোল্যা আর বাড়ীতে ফিরে যাননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিদিন নদীতে গোসল করতেন। এরআগে, একাধিকবার স্ট্রোক করেছিলেন বলে পারিবারিক সদস্যদের থেকে জানা গেছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। ধারণা করা হচ্ছে- নদীতে গোসল করতে নেমে তিনি আরও উঠতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

নিউজটি শেয়ার করুন :