শিরোনাম

কোষ্টগার্ডের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক জলদস্যু

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ 

পেশায় মাঝি।অথচ পরিচয় দিতেন কোষ্টগার্ডের লোক এমনই অভিযোগ জলদস্যু কামালের বিরুদ্ধে।মেঘনা নদীর পাশবর্তী অঞ্চল থেকে কামাল ও তার সহযোগীরা প্রায় সাধারন জেলেদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ মেঘনা পাড়ের মানুষের।

স্থানীয়রা জানায়,কামাল ও তার সহযোগীরা এসে প্রায়ই বলতো যে, তোমরা যেই জাল নদীতে ফেলছো তা অবৈধ।টাকা দেও না হয় ফোর্স পাঠাবো।

এদিকে কোষ্টগার্ড দক্ষিন জোনের আয়ত্তাধীন বিসিজি বেইজ লেঃমাহবুবুল আলম সাকিল জানায়, কোস্টগার্ডের বহিস্কৃত সহযোগী মাঝি মোঃ কামাল, পিতা মৃত মোঃ খলিল সাংঃ চর আনন্দ পাঠ, ৬নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউনিয়ন, ভোলা সদর,ভোলা।

সে বিগত কিছুদিন ধরে ভোলা সদর থানার মেঘনা নদীর ইলিশা,রাজাপুর,রামদাসপুর ও অাশেপাশের এলাকা থেকে কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মাছ ব্যবসায়ী ও সাধারণ জেলেদের কাছ থেকে কোস্ট গার্ডের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করছে বলে আমাদেরকে স্থানীয়রা লিখিত অভিযোগ দেয়।

এরই প্রেক্ষিতে বিসিজি বেইস ভোলার গোয়েন্দা সদস্যদের বিশেষ নজরদারির ভিত্তিতে স্বাক্ষী প্রমাণ সহ অদ্য সকাল ১১ঃ০০ ঘটিকায় বিসিজি বেইস ভোলা কতৃর্ক ইলিশা জংশন বাজার থেকে চাঁদাবাজ কামাল(৪০) কে আটক করে।

তিনি আরো জানান, আটককৃত কামালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন :