শিরোনাম

কমলনগর ফজুমিয়ারহাটে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট দর্শক প্রিয় হয়ে উঠেছে

আমানত উল্যাহ,রামগতি-কমলনগর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের উদ্যোগে মিনিবার এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ ব্যাপক দর্শকপ্রিয় হয়ে উঠেছে।ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্ট খেলা চলছে । টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোঃ মনিরুল ইসলাম রিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলতাফ হোসেন সুমনের পরিচালনায় প্রতিদিন বিকেল ৩ টা থেকে ২৪ টি দলের অংশ গ্রহনে ব্যাপক দর্শকের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে।

টুর্নামেন্টের ধারাভাষ্যকার মাস্টার আব্দুর রহিম জানান,বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে মানুষ যখন গৃহবন্ধী হয়ে পড়েছে,ঠিক সেই মুহূর্তে ফজুমিয়ারহাট এলাকায় খেলা প্রিয় দর্শকদের বিনোদন দেওয়ার লক্ষে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেন তারা। টুর্নামেন্ট টি উদ্বোধন করেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আফসার, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সফিক উল্লাহ বাংলানেতা, ডাঃ হারুন অর রশিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দোলন ইসলাম, মাস্টার আব্দস শহীদ, মিজানুর রহমান সোহেল বাংগালী ও সাংবাদিক মোখলেছুর রহমান ধনু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহন করেন । প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে এখন কোয়াটার ফাইনালের খেলা চলছে।

দর্শকরা ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছেন।তবে এখনো ফাইনাল খেলার চুড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্যরা জানান বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি “অস্র ছাড়,কলম ধর , মাদক ছাড় খেলতে চলো” এই স্লোগানকে বুকে ধারন করে তারা এই টুর্নামেন্টের আয়োজন করেন। প্রতিদিন কয়েক হাজার দর্শক ফজুমিয়ারহাট এলাকায় ভিড় করেন খেলাটি দেখার জন্য।কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর সদর, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা থেকে দর্শকরা টুর্নামেন্ট খেলাটি দেখার জন্য ফজুমিয়ারহাটে আসেন। এতে হাজার-হাজার দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন :