জনপ্রিয়তায় এম মেছবাহ উদ্দীন মেজু এগিয়ে
আমানত উল্যাহ,রামগতি-কমলনগরঃ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। সামাজিক আচার-অনুষ্ঠানে গিয়ে নিজেদের কে প্রার্থী হিসেবে ভোটারদেরকে জানান দিচ্ছে।চলছে পাড়া-মহল্লায় সামাজিক উঠান-বৈঠক। রামগতি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়লেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষনা করেনি নির্বাচন কমিশন।তবুও পার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। কার আমলে কেমন উন্নয়ন হয়েছে, আবার ক্ষমতায় গেলে কে কি উন্নয়ন করবেন এমন ভাষন দিচ্ছেন ভোটারদের নিকট। ভোটাররাও প্রার্থীদের ভাষন শুনে যাচ্ছেন।তবে এবার তারা বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন।
সৎ যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন তারা এমন প্রত্যাশার কথা জানালেন কয়েকজন ভোটার।এবারের পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছের, বিএনপি নেতা আবি আব্দুল্লাহ,যুবলীগ নেতা মেছবাহ উদ্দীন ভিপি হেলাল,ওয়ারিছ মোল্লাহ, আজাদ উদ্দিন চৌধুরী,এম সোয়াইব খন্দকার, শাহ্ রাকিব,শ্রীযুক্ত প্রদীপ কুমার দাস প্রমুখ। সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা আশাবাদী, কারন রামগতিতে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে বলে দাবী তাদের।অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা ও আশাবাদী।
তারা মনে করেন বর্তমান সরকারের আমলে রামগতি সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রামগতির ভোটাররা এবার নৌকা মার্কাকেই ভোট দিবেন বলে ধারনা করেন তারা। আওয়ামীলীগের বর্তমান মেয়র এম মেছবাহ উদ্দীন মেজু গত ৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছে।ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান মেয়র ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। তা অব্যাহত রাখতে পৌরবাসীর সমর্থন চান তিনি। আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র এম মেছবাহ উদ্দীন মেজুর জনপ্রিয়তা এখনও রামগতিতে বেশ ভাল।
নতুনদের চাইতে বর্তমান মেয়র দলের জন্য একজন ত্যাগী নেতা ও বৃহত্তর রামগতিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা পরিবারের গর্বিত একজন রাজনীতিবিদ। দক্ষ সংগঠক হিসেবে মেজুর জনপ্রিয়তা অন্যন্য প্রার্থীদের চাইতে অনেক বেশী। দলের দুঃসময়ে এই নেতা রামগতিতে দলের জন্য অনেক করেছেন। একজন আওয়ামী পরিবারের শন্তান হিসেবে দলের হাইকমান্ড এবারো মেজবাহ উদ্দিন মেজু কে নৌকার টিকেট দিয়ে তাকে সম্মানিত করবেন বলে আশাবাদী তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের।
মেজু রামগতি পৌরসভাকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।পৌরবাসীর নাগরিক সেবা প্রদানে তিনি ৫ বছর ধরে চেস্টা করছেন।সামনের নির্বাচনে জয়লাভ করতে পারলে রামগতি পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বর্তমান মেয়র এম মেছবাহ উদ্দীন মেজু।তিনি তার অসমাপ্ত বাকী কাজ গুলো সমাপ্ত করতে দল ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।