শিরোনাম

মোটরযান আইন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে :মন্ত্রণালয়

 

 

ওলামা ডেস্ক: মোটরযান আইন-২০১৯’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
রবিবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাসের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান
মোটরযান আইন-২০১৯ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি সম্পুর্ন গুজব ও অপপ্রচার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোটরসাইকেল আইন সংশোধনী ২০১৯ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ গুজব।
প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে নতুন মোটরযান আইন সংশোধনী ২০১৯ নামে কোনো আইন নেই।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে।

সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয়, নতুন মোটরযান সংশোধনী ২০১৯ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য অপপ্রচারে ও গুজব। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন :