শিরোনাম

মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় মহিপুরের নজরুলের মর্মান্তিক মৃত্যু

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া (গাববাড়িয়া) গ্রামের আব্দুল হক মুন্সীর একমাত্র ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলাম (৩০)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৭.০০ টার দিকে বাজার করে বাসায় ফেরার পথে রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে গিয়ে মাথা ও শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এক ছেলে ও এক মেয়ের বাবা নিহত নজরুল ইসলাম দীর্ঘ ১০-১১ বছর পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে আসছিলেন। সর্বশেষ বছরখানেক আগে তিনি দেশে এসেছিলেন। তার লাশ ময়নাতদন্ত শেষে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন :