আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন গাঁওদিয়া ইউনিয়ন নুরপুর কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উদ্যোগে নিজ অর্থায়নে বিনামূল্যে বিতরণের জন্য ওষুধ ও মাসিক বেতনে আয়া নিয়োগ দেয়া হয়েছে।”শেখ হাসিনার অবদান’কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান” কমিউনিটি অর্থ নিদিষ্ট এলাকার জনগন,আর ক্লিনিক অর্থ স্বাস্থ্য সেবা দান কারী প্রতিষ্ঠান অথ্যাৎ নিদিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নাম কমিউনিটি ক্লিনিক। যা আজ সমগ্র বিশ্বে প্রসংশিত।
মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির ঐকান্তিক প্রচেস্টায় মহিউদ্দিন মিলন শিকদারের দানকৃত জায়গায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এ নুরপুর কমিউনিটি ক্লিনিক।।সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার ঔষধ দেওয়া হয়।সেই সাথে বেসরকারি উদ্যোগে ক্লিনিক এর প্রতিষ্ঠাতা গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহিউদ্দিন মিলন শিকদার ক্লিনিক এর জন্য ঔষধ দান করেন।
সেই সাথে বিশিস্ট সমাজ সেবক হাজী মো. শহিদ ফকির তার নিজ উদ্যোগে মাসিক বেতনে একজন আয়া নিয়োগ করেন। এবং সিসি এর সভাপতি মো.আক্তার হোসেন মেম্বার একটি চায়ের অটো কেটলি এবং ঘরি উপহার হিসেবে প্রধান করেন। ঔষধ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আজিজুর রহমান,কাজী মোস্তাফিজুর রহমান বাবুল।চঞ্চল ফকির,মো.সোহাগ মোল্লা,আলমগির শিকদার,দীন ইসলাম প্রমুখ।