শিরোনাম

হেফজ মাদরাসা ছাত্র’র সন্ধান চাই

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাধীন বড়বাইদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের মো মানিক হাওলাদার এর ছেলে মো:আব্দুর রহমান (১৫) ছেলেটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর ইউনিয়নের বেতমোর গ্রামের একটি হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা থেকে গত ২৭ তারিখে হারিয়ে যায়। মাদরাসার শিক্ষকদের কাছে জানতে চাইলে জানায় ২৭ তারিখে মাদরাসা বিরতির সময় বাহিরে যায়। তার পর ক্লাশ শুরু হলে তাকে আর উপস্থিত পাওয়া যায়নি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোজ পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
০১৯৯৭৬৪৬৩৩১,০১৭৩৯১৮২২৬৬

নিউজটি শেয়ার করুন :