নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খাগড়াছড়িতে পৈশাচিক নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ( ৮অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান মিল্লত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে দফায় দফায় পুলিশের বাধার সম্মুখীন হয়।
পরে ভাঙ্গা ব্রীজ এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি মনসাথোয়াই এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার ও সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা।
সমাবেশে বক্তাগণ বলেন, দেশে খুন,ধর্ষণ ও শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। সম্প্রতি নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূর বিবস্ত্র করার ঘটনা আইয়ামে জাহেলিয়াত কেউ হার মানিয়েছে।
ধর্ষণকারী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্রমোহন রোওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু,মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি জহির আহমেদ, প্রচার সম্পাদক এহসানুল হক মিলন, সহ প্রচার সম্পাদক রহমত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন,সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন