শিরোনাম

ভোলায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অব্যহত

মোঃ আরিয়ানা আরিফ।।

দেশব্যাপী অব্যহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভোলায় সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের নতুন বাজার প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটার, কাব্যাঙ্গন, জীবন পূরাণ আবৃত্তি একাডেমী, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠী ও যুগান্তর স্বজন সমাবে, জাতীয় মহিলা পরিষদ, হিউম্যান ডিফেন্ডারস ফোরাম মানববন্ধনের আয়োজন করে।

আয়োজনে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রলীগ, স্বপ্নীল শিশু কিশোর সংগঠন, শিশু সংগঠন ভোরের পাখিরা। এসময় পথসভায় ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় আনা ও নারী সুরক্ষার দাবিতে বক্তব্য রাখেন সুজনের জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম, জীবন পূরাণ আবৃত্তি একাডিমীর সভাপতি মশিউর রহমান পিংকু, সম্পাদক ফারজানা সিন্ধা, হিউম্যান ডিফেন্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মো. হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ণ ঐক্য পরিষদের আবহায়ক অবিনাশ নন্দি, মহিলা পরিষদ নেত্রী বিলকিছ জাহান মুনমুন ও মুনরিা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তৈয়বুর রহমান, স্বপ্নীল শিশু কিশোর সংগঠনের সভাপতি ইভান তালুকদারসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন :