শিরোনাম

রাঙ্গাবালীতে গাঁজাসহ তিন যুবক আটক

এম এ ইউসুফ আলী,পটুয়াখালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে অাটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকা থেকে ২০ গ্রাম গাঁজারসহ তাদের অাটক করা হয়।

অাটককৃতরা হল উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের লালমিয়া খলিফার ছেলে তৈয়ব খলিফা (২৭), আব্দুর রব খানের ছেলে আরিফ খান (২৫) ও আবুল হোসেনের ছেলে কালাম (২৭)। এদের মধ্যে কালাম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহমেদ বলেন, অাটককৃত ওই তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :