আমানত উল্যাহ,রামগতি-কমলনগর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমানের (২৯) জানাজা সম্পুর্ন হয়েছে শুক্রবার সকালে মরহুমের নিজ বাড়ীতে এই জানাজা ও দাফনের কাজ সম্পুর্ন করা হয়ে।জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা নোমান সিরাজী,জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী হারুনুর রশিদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর থানার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাসার,সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দীন,সাবেক সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, কমলনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক মিজানুর রহমান মানিক,ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাদিরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমাদ, ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুশ শহীদ,চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, কমলনগর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের সাংবাদিক আমানত উল্যাহ,আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সুমন সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে,গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকার সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।