আ.সা. আবু তালেব ঃ সারা বিশ্বে ইয়াহুদী – নাসারা তথা কাফেররা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়েই যাচ্ছে। প্রতিবাদ করলে মুসলমানদের উগ্রবাদী জঙ্গি আখ্যায়িত করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। বিশেষ করে আমেরিকা, রাশিয়া, চীন, স্পেন, সিরিয়া, শ্রীলংকা, চেচেনিয়া, আফগানিস্তান, মিয়ানমার ও ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম নিধন চলছেই। কাফের কখনো মুসলমানদের বন্ধু হতে পারেনা। যারা কাফেরের আইন বাস্তবায়নের সহযোগীতা করবে তারা কাফের। হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম চরমোনাইর শায়েখ (রঃ) এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের (দাঃ) সম্প্রতি লৌহজং উপজেলাধীন মালিরঅংকস্থ দারুল উলুম কারীমিয়া মাদ্রাসায় বিশাল ওয়াজ মাহফিলে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতী আবদুল্লাহর সভাপতিত্বে এ কথা বলেন।
তিনি আরো বলেন,
কাশ্মীরে উগ্রবাদী হিন্দুরা জয় শ্রীরাম না বল্লেই মুসলমানদের নৃশংসভাবে হত্যা করার প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিবাদ না করে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানগণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার বলেই নিশ্চুপ রইছেন।
এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাদের ব্যথায় ব্যথিত হতে হবে। বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এটাই মানবতা, এটাই ইসলাম। সাহাবারা এভাবেই কাফেরদের সাথে যুদ্ধ করে অর্ধ জাহানে কালিমার নিশান ওড়িয়েছিল। ভেদাভেদ ভুলে তিনি সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ওয়াজ মাহফিল পরিচালনায় ছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর মুন্সীগঞ্জ জেলার সভাপতি ও লৌহজং উপজেলা শাখা বামুকের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত হাফেজ মাওলানা মুফতী আসাদুজ্জামান বিক্রমপুরী।