আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গায় উল্টো পথের বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত! আহতের ঘটনায়, বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গুরুতর জখম আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গার সাতগাড়ি গ্রামের মুকুল হোসেনের ছেলে এবং একজন প্রাইভেটকার চালক। মঙ্গলবার সকালে জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এলাকা সূত্রে জানা যায়, যুবক আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শহরের ডা. আবদুল লতিফের চপ্রাইভেটকার চালক। তিনি সকাল ৮টার দিকে কাজে যোগদানের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এর কয়েক মিনিটের মাথায় চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড নামক স্থানে প্রধান সড়কে ওঠেন। স্পিডব্রেকার থাকার কারণে এসময় রাস্তার ডিভাইডার পার হয়ে উল্টো সাইডে ঢুকে পড়ে বরিশালগামী আলসানী পরিবহন। ড্রাইভার চালাকি করতে গিয়ে চাপা দিয়ে দেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলামকে।
এ ঘটনার সঙ্গে, সঙ্গে উত্তেজিত জনতা ছুটে এসে আলসানী পরিবহনে আগুন ধরিয়ে দেয়। আশরাফুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রনে নেয়। দুর্ঘটনায় ছেলে’টা আহত হওয়ার কারণে এলাকাবাসী বাসটিতে আগুন দেয়।