শিরোনাম

ফ্রান্সে নবীকে ব্যঙ্গ চিত্রকরার প্রতিবাদে বন্দর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ-মিছিল

ডেস্ক রিপোর্ট:

ফ্রান্সে নবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর) শুক্রবার জুমাবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার আয়োজনে ইপিজেড (বে-শপিং সেন্টার) মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর’র সভাপতি মুহাম্মদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া।

বন্দর থানা শাখা ইসলামী আন্দোলনের বিপ্লবী সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন, মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুদ, মাও. এস এম হুমায়ুন কবীর, মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন ফ্রান্সে সরকারের সহায়তায় ও প্রশাসনের পাহারায় রাসূল (সা.)কে ব্যঙ্গচিত্র করা হয়েছে। এটা কোন মুসলমান সভ্য জাতি মেনে নিতে পারে না। ফ্রান্সের এ ন্যাক্কারজনক কাজের একদিন মাশুল দিতে হবে।

তারা ফ্রান্স সরকারকে উদ্দেশ্য করে বলেন অচিরেই মুসলিম জাতির কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। সকল পণ্য বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন :