নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি ঃ ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি শাখা ও খাগড়াছড়ি কওমি মাদ্রাসাও ওলামাঐক্য পরিষদ।
আজ (৩০ অক্টোবর) শুক্রবার জুমার নামাজের পর খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ডা. মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী,
মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা ইউসুফ, পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার সেক্রেটারী মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন ডা. আনোয়ার, যুব আন্দোলনের নেতা মাওলানা আলী হোসেন কারিমি, শ্রমিক নেতা আলামিন প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, ফ্রান্স সরকার বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহানবী সা.এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে চরম ইসলাম বিদ্বেষী হিসেবে সাব্যস্ত হয়েছে। অবিলম্বে ফ্রান্স সরকারকে এই ব্যঙ্গচিত্র প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় বিশ্বব্যাপী যে বিক্ষোভের দাবানল শুরু হয়েছে সেই দাবানলে ফ্রান্সের সিংহাসন জ্বলে ছারখার হয়ে যাবে- ইনশাআল্লাহ। বক্তাগণ সরকারকে ফ্রান্সের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি এবং সকলকে ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানান