শিরোনাম

ফ্রান্সকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে: রাজাপুরে ওলামা-মাশায়েখগন

এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

অদ্য ৩০শে অক্টোবর রাজাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাইপাস মোড় চত্তরে বিকেল ০৩ঘটিকায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা শাখা’র উদ্যগে ফ্রান্সে বিশ্বনবী (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুফতি আছাদুজ্জামন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ক্বারী বেলায়েত হোসেন, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা ক্বারী তাওহীদুল ইসলাম,

প্রফেসর মাওলানা নাছিরুদ্দীন, মুফতি গিয়াস উদ্দিন, মুফতি হেদায়েতুল্লাহ আনছারী, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, মাওলানা জয়নাল আবেদীন,মাওলানা ইবরাহিম আল হাদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাইনুল ইসলাম, মুফতি মোস্তফা বিন কবির, হাফেজ মুহাঃআরিফ বিল্লাহ, মাওলানা মহিউদ্দিন প্রমুখ ওলামায়ে কেরাম।

এসময়ে ওলামায়ে কেরাম ফরাসী পন্য বর্জন ও তাদের সাথে রাষ্ট্রীয় কুটনীতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী করে বলেন বাংলাদেশে কোনো নাস্তিক যেনো আল্লাহ এবং রাসূল সঃ এর বিরুদ্ধে কটুক্তি না করতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহবান করেন।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবনার মাধ্যমে ফ্রান্সের ধৃষ্টতার জন্য ক্ষমা চাওয়া ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহ্বান করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাইপাস মোড় থেকে বের হয়ে উপজেলা শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এসে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন :