শিরোনাম

রাজাপুরে যুব উন্নয়ন ট্রেনিংপ্রাপ্তদের যুব ঋণ বিতরন

এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী: 

অদ্য ০১ই নভেম্বর সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ঝালকাঠীর রাজাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদর এর সভাপতিত্বে যুব উন্নয়ন রাজাপুর উপজেলা কর্মকর্তা মোঃ আল আমিন বাকলাই এর সঞ্চালনায় ভিবিন্ন সময়ে যুব উন্নয়ন থেকে ট্রেনিংপ্রাপ্ত যুব কর্মীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য যুব ঋণ বিতরন ও সংক্ষিপ্ত সভা আয়োজন করা হয়।

“মুজিব বর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্দ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বিষয়ক উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এমডি আবুল বাশার, উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এনামুল হোসেন খান,

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উপজেলা সভাপতি সাইদুল ইসলাম ফরাজী, রাজাপুর যুব ক্লাব ও পাঠাগারের সভাপতি মনিরুজ্জান রেজওয়ান, যুব সংগঠক আল আমিন মীর প্রমূখ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন নেওয়া ১৬ জন যুব ও যুব নারীদের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন :