শিরোনাম

মসজিদের ঈমাম এখন মিশুকের চালক

আ স ম আবু তালেব, লৌহজং প্রতিনিধি ঃ নাম তার হযরত ক্বারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। বয়স প্রায় আটত্রিশের কোঠায়। বাড়ি মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে। স্থানীয় স্বনামধন‍্য আলেম হযরত মাওলানা শামছুল হকের (৫২) আদরের সন্তান তিনি। অত্র উপজেলার বিভিন্ন মসজিদে ঈমাম ও খতীব ছিলেন তিনি। হক্ব কথা বলায় প্রতিবারই মসজিদের ঈমাম ও খতিবের দায়িত্ব থেকে তাকে অব‍্যাহতি দেওেয়া হয়।

৭০ হাজার টাকায় মিশুক কিনে এখন নিজেই চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। আমাদের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি সৃষ্টিকর্তা আল্লাহ্কে ভয় করি। হক্ব কথা না বললে ফেরেশ্তা আল্লাহর নির্দেশে কঠিন সেই দিনে আগুনের কাঁচি দিয়ে জিহ্বা কেটে ফেলবে। তাই মসজিদ – মাদ্রাসায় খেদমতের চাকুরী হোক বা না হোক হক্ব কথা বলা থেকে বিরত থাকবো না। প্রয়োজনে সারাটি জীবন মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন :