শিরোনাম

লৌহজংয়ে প্রভাবশালীরা খালের মাটি কেঁটে বাড়ি ভরাট করছে

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ
জোর যার মুল্লুক তার। এই চির সত‍্য প্রবাদ বাক‍্যটি লৌহজংয়ে বাস্তব রূপ ধারণ করেছে। কতিপয় প্রভাবশালী ব‍্যক্তি রাস্তা সংলগ্ন খাল দখল করে দোকানপাট বানিয়ে দোকানদারদের নিকট মোটা অংকের টাকা অগ্রিম নিয়ে মাসিক ভাড়ায় দিব‍্যি আরামেই দিনাতিপাত করছে।

এ ব‍্যাপারে জনপ্রিয় পোর্টাল দৈনিক ওলামা কন্ঠ পত্রিকায় প্রকাশিত হওয়ার কিছু দিন পরই ধীৎপুর কলাবাগানে গ্রামের ভেতরের খালগুলো থেকে মাটি কেঁটে নিয়ে বাড়ি ভরাট করছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এ ব‍্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন :