শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা ও আগুয়ান ৭১ সংগঠনের উদ্যোগে খুলনা মহানগরীর বিভিন্ন রুটে গণ পরিবহন (বাস) চালু, রুপসা-শিপইয়ার্ডসহ কেডিএ-এর অধিনস্থ ভাঙ্গা সড়ক সংস্কারসহ ৫দফা দাবীতে আজ বুধবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় খুলনা মহানগরীর দৌলতপুর শহিদ মিনারের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবীর মদ্যে রয়েছে- ১. আগামী এক মাসের মধ্যে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বি.আর.টি.সি বাস চালু করতে হবে ২. আগামী ১ মাসের মধ্যে খুলনা শহরের লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি উচ্ছেদ করতে হবে ৩. মাহেন্দ্র,সিএনজি ও ইজিবাইকের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে ৪. সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যেক মাহেন্দ্র,সিএনজি এবং ইজিবাইকের সাথে যুক্ত থাকতে হবে ৫. কেডিএ অধীনস্থ রূপসা শিপইয়ার্ড সড়কসহ সকল ভাঙ্গা সড়ক সংস্কার করতে হবে।
নগরীর চলাচল অনুপযোগী সকল রাস্তা সংস্কার করে নিরাপদে চলাচল উপযোগী করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব এবং সঞ্চালনায় ছিলেন আগুয়ান ৭১ খুলনা জেলা শাখার সভাপতি আবিদ হাসান শান্ত।
বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিং রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব ও কেসিসি’র ৫ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ মোহাম্মদ আলী, সহ-সভাপতি নাগরিক নেতা শাহিন জামান পন, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাবেক কাউন্সিলার শেখ কামরুজ্জামান, নিসচা’র নগর সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম,জাতীয় কবিতা পরিষদের মো: ইমদাদ আলী,
বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসির উদ্দিন, ক্ষুধা মুক্ত আন্দোলনের মো: সাঈদ, নিসচা’র মো: নাজমুল হোসেন, এসএমএ রহিম, আগুয়ান ৭১ মুশফিক আজাদ তাকিন, মো: সেলিম, সাদমান তুষার, মেহেদী হাসান, মো: রাশিদুল ইসলাম, বিপ্লব ঘোষ, সরদার জিয়াদুল ইসলাম, মো: আকাশ, এনামুল শেখ, নূর নাহার হ্যাপী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা মহানগরীর উন্নয়নে বড় বাধাঁ এখন কেডিএ। তাদের অবহেলায় খুলনার সড়কগুলো আজ নগরবাসীর ভোগান্তি। কেডিএ-অধিনস্থ সকল সড়কই আজ অনিরাপদ এবং ঝুকিপূর্ণ। কেডিএ-এর প্রয়োজনীয়তা খুলনাবাসীর নিকট এখন প্রশ্নবৃদ্ধ। কেডিএ-এর কোন কাজই খুলনা নগরবাসীর জন্য ইতিবাচক নয়। কেডিএ-এর কারনে খুলনা সিটি মেয়রের প্রতি মানুষ ভুল বুঝতেছে। সিটি মেয়র তার আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করলেও কেডিএ নগরবাসীর প্রতি অবহেলার কারনে মানুষ সড়কে ভোগান্তি স্বীকার হচ্ছে। খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ইজিবাইকের অযৌক্তিক ভাড়ার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনে তাকে ধন্যবাদ জানানো হয়।
আগামী ১ মাসের মধ্যে খুলনার রাস্তায় পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বিআরটিসি বাস না নামলে রাস্তায় আন্দোলন শুরু হবে। যেসব সিন্ডিকেট চালক এবং যাত্রীদের জিম্মি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এইসব সিন্ডিকেট বন্ধ করতে হবে। সর্বোপরি সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত যাতায়াত ভাড়া প্রত্যেক গাড়ির সাথে যুক্ত থাকতে হবে মানববন্ধনে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মেয়রের নিকট স্মারকলিপি পেশ, পদযাত্রা, কেডিএ-এর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দেওয়া হয়। বক্তারা অবিলম্বে দাবীগুলো বাস্তবায়ন করার আহবান জানান।