শিরোনাম

টেকনাফে শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হোস্ট কমিউনিটির দু’টি ঘর, কমিউনিটি সেন্টারসহ ই-ব্লকের ৪৩৫টি রোহিঙ্গা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টায় টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের ই-ব্লকে জনৈক বোবা মহিলা (বুইগ্গানী)র ঘর থেকে আকস্মিক অগ্নিকান্ডের প্রথম সুত্রপাত হয় বলে জানা যায়।

প্রতি ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় পুরো ব্লকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ইউনিটসহ রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকান্ডে রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৪৩২টি রোহিঙ্গা ঘর,১টি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টার এবং তৎসংলগ্ন স্থানীয় বাসিন্দার ২টি ঘরসহ ৪৩৫টি রোহিঙ্গা ঝুপড়ি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে আগুনের উৎস সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারেনি তবে অনেকে ধারণা করছেন রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। আবার অনেকে মনে করছেন হয়তো কেউ ধ্বংসাত্নক মনোভাব নিয়ে অগ্নিসংযোগ করছেন আশংকাও প্রকাশ করছেন।

এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান জানান, ভোররাতে হঠাৎ অগ্নিকান্ডে উপরোক্ত ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেন এবং অগ্নিকান্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়। এই অগ্নিকান্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি অবহিত করেন।

এদিকে সকাল ১০টারদিকে কক্সবাজার ত্রাণ শরণার্থী ও পূর্ণবাসন বিষয়ক কমিশনার শাহ রেজওয়ান হায়াত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন :