এম.এস আরমান,নোয়াখালী: আজ ২৯শে আগষ্ট সকাল ১০ ঘটিকায় নোয়াখালী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে আইটিএসএস এর ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত উপাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও আইটিএস এর সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান এর উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দীন পাটোয়ারী।
প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন বাংলাদেশ ইতিমধ্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্য দিয়ে যাচ্ছে,এ সময়ে বাংলাদেশে ১৮-৩৫ বছরের তরুণ এর সংখ্যা মোট জনসংখ্যার ৪৮%.এ সময়ে এ তরুণদের জনশক্তিতে রুপান্তর করে বাংলাদেশ ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। তাই সরকার এসইআইপি ও এডিবির সহায়তায় দেশের জনগোষ্ঠী কে কারিগরি শিক্ষায় দক্ষ করার চেষ্টা করে যাচ্ছে।
আইটিএসএস তারই একটা অংশবিশেষ। তিনি শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ট্রেড এর প্রধান ইন্সট্রাক্টর জনাব এবিএম ফয়েজুর রহমান,কম্পিউটার অপারেশন এর ইন্সট্রাক্টর শ্রী বিমল চন্দ্র দাস,ওয়েব ডিজাইনিং এর ইন্সট্রাক্টর প্রভাত পাল,আইটিএসএস এর ইন্সট্রাক্টর জনাব তাজউদ্দিন আহমদ ও প্রশিক্ষণ কেন্দ্রের জবপ্লেসমেন্ট অফিসার জনাব জয়দেবচন্দ্র পাল সহ প্রমূখ দায়ীত্বশীলবৃন্দ।