শিরোনাম

আমি ছাত্র: আবুল হাসান বাউফলী

 

আমি এক ছাত্র
প্রিয় সবার পাত্র
আমি শান্ত
হবোনা কবু খ্যান্ত
আমি বড় বীর
চির উন্ন্যত মহাশীর।

আমি নবীন
খুজে বেড়াই স্বাধীন
আমি কবুও মানি না
পরওয়া করিনা পড়াধীন।

আমি অহংকার
লিপ্ত থাকি এবাদাতে খোদার
আমি মানিনা কবু হার
আমি পাত্র প্রশংসার।

আমি বড় একা
মোর বিধাতা এক একা
আমি থাকি তার আশায়
শাহে মাদিনা ওলার দেখার।

আমি বড় শাহসী
আমি শুখে হাসি
দূখে কাদি
আমি চাই
শুখে থাক মোর প্রতিবেশি।

আমি শত্যকে বলি ঠিক
পড়ি সালাত দৈনিক
আমি মিথ্যাকে বলি ঠিক
আমি মোহাম্মাদের সৈনিক।

আমি করি প্রতিবাদ
তার নাম জিহাদ
আমি সত্যের দিকে ডাকি
মুক্তির পাতি ফাদ।

আমি এক জগন্ন
ধ্যানে থাকি মগ্ন
আমি সবার প্রিয়
আমি এক ধন্য ৷

আমি ফুটন্ত ফুল
মোর আছে ভুল
তূত্রুটি নেই তার
তিনি এ জগতের রাসুল।

আমি ইতিহাস
আমি সত্যকে করি বিশ্বাস
পৃথীবির এ কী কান্ড
দেখে থামে নিশ্বাস।

মোর আছে জীবন
আছে মোর মরন
ধন্য হতাম আমি
মদিনায় হলে দাফন।

আমি এক মোসোলমান
মোর বুকে কোরআন
আছে মোর ঈমান
প্রভূ জান্নাত মোরে করো দান।

নিউজটি শেয়ার করুন :